কোনো একটি লটারিতে 570 টি টিকিট বিক্রি হয়েছে।রহিম 15টি টিকেট কিনেছে।টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
A 1/35
B 1/36
C 1/37
D 1/38
Solution
Correct Answer: Option D
570 টি টিকেট বিক্রি হওয়ার সমগ্র সম্ভাব্য ফলাফল =570
ধরি,রহিম টিকেট ক্রয় করেছে 15 টি
অর্থাৎ রহিমের ১ম পুরুষ্কার পাওয়ার সম্ভাবনা
=(অনুকূল ঘটনা সংখ্যা)/(মোট ঘটনা সংখ্যা)
=15/570
=1/38