একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন।প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্যও প্রস্থ নির্ণয় কর।
Solution
Correct Answer: Option D
মনে করি ,ঘরের প্রস্থ x মিটার।
সুতরাং দৈর্ঘ্য = ৩x মিটার
অতএব ক্ষেত্রফল= ৩ x2 বর্গমিটার
৭.৫০ টাকা ব্যয় হয় = ১ বর্গ মিটারে
১ টাকা ব্যয় হয় =১/৭.৫০ বর্গমিটারে
১১০২.৫০ টাকা ব্যয় হয় =(১×১১০২.৫০)/৭.৫০=১৪৭ বর্গ মিটার
প্রশ্নমতে,
৩x2 =১৪৭
বা, x2=১৪৭/৩
বা, x2 =৪৯
x=৭
সুতরাং ঘরের প্রস্থ =৭ মিটার এবং দৈর্ঘ্য =(৩×৭)=২১ মিটার