"সুচয়নী" জসীম উদদীনের কোন প্রকার গ্রন্থ?

A উপন্যাস

B গানের সংকলন

C কবিতা সংকলন

D নাটক

Solution

Correct Answer: Option C

"সুচয়নী" জসীম উদদীনের কবিতা সংকলন। এটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত বিখ্যাত কবিতা- কবর, আসমানী। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- রাখালী, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, সোজন বাদিয়ার ঘাট, রূপবতী ইত্যাদি উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions