জসীম উদদীন রচিত নাটক কোনটি?

A গ্রামের মায়া

B জীবন কথা

C যে দেশে যে মানুষ বড়

D বোবা কাহিনী

Solution

Correct Answer: Option A

জসীম উদদীন রচিত নাটক গ্রামের মায়া। এটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য নাটক- পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু ইত্যাদি উল্লেখযোগ্য।
জীবন কথা, যে দেশে যে মানুষ বড় ও বোবা কাহিনী যথাক্রমে জসীম উদদীন রচিত আত্মজীবনী, ভ্রমণকাহিনী ও উপন্যাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions