ফররুখ আহমেদের "সিন্দাবাদ" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option A
ফররুখ আহমেদের "সিন্দাবাদ" কবিতাটি "সাত সাগরের মাঝি" কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়। এতে মোট ১৯ টি কবিতা আছে। এ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা- পাঞ্জেরী, সাত সাগরের মাঝি, সিন্দাবাদ, লাশ। তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা- উপহার, স্মরণি। বিখ্যাত কাব্যগ্রন্থ- সিন্দাবাদ, সিরাজাম মুনীরা, হাতেমতায়ী, নতুন লেখা ইত্যাদি উল্লেখযোগ্য।