একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে ।কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়।কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়।কুকুর খরগোশের গতিবেগর অনুপাত কত?

A ১৫:১৬

B ২০:১২

C ১৬:১৫

D ১২:২০

Solution

Correct Answer: Option C

খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব
∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩ × ৫)/৪ = (১৫/৪) লাফে অতিক্রান্ত দূরত্ব

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪)
= ৪ × ৪ : (১৫/৪) × ৪
= ১৬ : ১৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions