Solution
Correct Answer: Option A
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। তাঁর রচিত কাব্য-
-তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
-মেঘনাদবধ কাব্য (১৮৬১)
-ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
-বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
-চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) ইত্যাদি।