যদি P এবং Q জোড় সংখ্যা ও R বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?
Solution
Correct Answer: Option D
ধরি, P = 2, Q = 4 এবং R = 3
-অপশন a) তে আছে, P × Q = 2 × 4 = 8 হবে ।
-অপশন b) তে আছে, P × R = 2×3 = 6 হবে ।
-অপশন c) তে আছে, RQ/P=(3×4)/2 = 6 হবে ।
-কিন্তু, অপশন d) তে আছে, R/P = 3/2 হবে না । তাই এটি উত্তর ।