কোনো লেন্সের ক্ষমতা +0.5D বলতে কী বোঝায়?

A লেন্সটির ক্ষমতা ধনাত্মক

B লেন্সটি উত্তল

C লেন্সটির ফোকাস দূরত্ব ২ মিটার

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দিক এবং আলোর প্রতিসরণ একই দিকে তাই ক্ষমতা ধণাত্মক। লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক।
কোনো লেন্সের ক্ষমতা +5D বলতে বোঝায়
- লেন্সটির ক্ষমতা ধনাত্মক,
-লেন্সটি উত্তল ও
- লেন্সটির ফোকাস দূরত্ব, f = 1/0.5 = 2 মিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions