পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

A ২ : ৩

B ১ : ৪

C ৪ : ১

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের চারগুন, তাই পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স ৪x বছর।

অতএব পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪ x : x

= ৪ : ১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions