পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স ৩ গুণ হলে, পুত্রের বয়স ১০ বছর পরে কত হবে?

A ২০

B ৩০

C ১০

D ৪০

Solution

Correct Answer: Option B

মনে করি,
        পুত্রের বর্তমান বয়স =x বছর
অতএব,পিতার "     "       ৩x বছর

প্রশ্নমতে, ৩x+x=৮০
          বা,৪x=৮০
          বা,x=২০

অতএব, পুত্রের বর্তমান বয়স =২০ বছর
তাহলে ১০ বছর পরে পুত্রের বয়স হবে =২০+১০
                                               =৩০ বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions