'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' রচয়িতা-
A অতুলপ্রসাদ সেন
B রামনিধি গুপ্ত
C যতীন্দ্রমোহন বাগচী
D বিষ্ণু দে
Solution
Correct Answer: Option A
-গানটি রচনা করেন অতুলপ্রসাদ সেন। তিনি একজন বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক
-অতুল প্রসাদ সেন রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
-তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।