বৃত্তের যে কোনো জ্যা-এর লম্বদ্বিখণ্ডক কোন বিন্দুগামী?
Solution
Correct Answer: Option C
- বৃত্তের যেকোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক সর্বদা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে।
- এর কারণ হলো, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর উভয় প্রান্তবিন্দুর দূরত্ব সমান (উভয়েই বৃত্তের ব্যাসার্ধ)।
- তাই, কেন্দ্রটি জ্যা-এর লম্বদ্বিখণ্ডকের উপর অবস্থিত থাকে।