রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর প্রকৃত নাম কি? 

A মোহাম্মদ শহীদুল্লাহ

B শেখ রুদ্র 

C শেখ মোহাম্মদ শহীদুল্লাহ

D শহীদুল্লাহ রুদ্র 

Solution

Correct Answer: Option C

- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রাম।
- তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তাঁর দুটি কাব্য উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়।
- এ কাব্য দুটি তাঁকে কবিখ্যাতি এনে দেয়।
- তাঁর কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ফলে সত্তরের দশকেই তিনি একজন শক্তিমান কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ইতিহাস-সচেতন কবি।
- সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার’ লাভ করেন।
- ১৯৯১ সালের ২১ জুন ঢাকায় তাঁর মৃত্যু হয়।
- তাঁর বিখ্যাত কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’।

তাঁর রচিত কবিতাসমূহঃ
- উপদ্রুত উপকূল (১৯৭৯),
- ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১),
- মানুষের মানচিত্র (১৯৮৬),
- ছোবল (১৯৮৬),
- গল্প (১৯৮৭),
- দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮),
- মৌলিক মুখোশ (১৯৯০) ইত্যাদি উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions