Solution
Correct Answer: Option A
- সত্যেন সেন ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক।
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- সন্ত্রাসবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি ১৯৩১ সালে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং জেলে থেকেই বাংলা সাহিত্যে এম.এ পাস করেন।
- ১৯৫৪ সালে দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়।
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।
- তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীতের সুকণ্ঠ গায়ক এবং গণসঙ্গীত রচয়িতা।
- তিনি উপন্যাসের জন্য ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৭০) লাভ করেন।
- ১৯৮১ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনএ তাঁর মৃত্যু হয়।
- তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।
উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:
- উপন্যাস ভোরের বিহঙ্গী (১৯৫৯),
- অভিশপ্ত নগরী (১৯৬৭),
- পদচিহ্ন, (১৯৬৮),
- পাপের সন্তান (১৯৬৯),
- কুমারজীব, (১৯৬৯),
- বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯),
- পুরুষমেধ (১৯৬৯),
- আলবেরুনী (১৯৬৯),
- মা (১৯৬৯),
- অপরাজেয় (১৯৭০),
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ (১৯৭৩);
- ইতিহাস মহাবিদ্রোহের কাহিনী (১৯৫৮),
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম (১৯৭৬),
- মানবসভ্যতার ঊষালগ্নে (১৯৬৯),
- ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা (১৯৮৬);
- শিশুসাহিত্য পাতাবাহার (১৯৬৭),
- অভিযাত্রী (১৯৬৯);
- বিজ্ঞান আমাদের এই পৃথিবী (১৯৬৭),
- এটমের কথা (১৯৬৯);
- জীবনী মনোরমা মাসীমা (১৯৭০),
- সীমান্তসূর্য আবদুল গাফফার খান (১৯৭৬) ইত্যাদি।