Solution
Correct Answer: Option B
- জৈব যৌগ বলতে এমন যৌগকে বোঝানো হয় যার মূল উপাদান হিসেবে কার্বন থাকে এবং সাধারণত হাইড্রোজেনসহ অন্যান্য মৌল যুক্ত থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি।
- জৈব যৌগ প্রধানত হাইড্রোকার্বন ও এর ধরনের যৌগ যা জীব ও প্রাণদেহে পাওয়া যায় অথবা পরীক্ষাগারে সংশ্লেষিত হয়
- গ্লুকোজ একটি কার্বন ভিত্তিক যৌগ, অর্থাৎ জৈব যৌগ।
- ইথানল (অ্যালকোহল) ও মিথেন (সবচেয়ে সহজ হাইড্রোকার্বন) জৈব যৌগ।
- কিন্তু খাবার লবণ হচ্ছে নোন, যা খনিজ যৌগ এবং এতে কার্বন থাকে না, তাই এটি জৈব যৌগ নয়। খাবার লবণ মূলত সোডিয়াম ক্লোরাইড (NaCl) যা অজৈব যৌগ।