দোকানদার একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। দোকানদারের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
A ১% লাভ
B ১% ক্ষতি
C ১০% লাভ
D ১০% ক্ষতি
Solution
Correct Answer: Option B
ধরি,
পণ্যের মূল্য = ১০০ টাকা
∴ ১০% বাড়ানোর পর মূল্য = ১১০ টাকা
আবার ১০% কমায়,
১০০ টাকায় কমে = ১০ টাকা
∴ ১ টাকায় কমে = (১০/১০০) টাকা
∴ ১১০ টাকায় কমে = (১০ × ১১০)/১০০ টাকা = ১১ টাকা
∴ প্রথমে বেড়ে তারপর কমে পণ্যের মূল্য হবে = (১১০ - ১১) টাকা
= ৯৯ টাকা
∴ দোকানদারের ক্ষতি হবে (১০০ - ৯৯) টাকা
= ১ টাকা
∴ শতকরা ১ টাকা ক্ষতি হলো।