Correct Answer: Option C
ধরি, টাকায় ৩ টি করে ৫ টাকায় ব্যক্তিটি ১৫ টি আমলকি ক্রয় করলো
এবং টাকায় ৫ টি করে ৩ টাকায় আরো ১৫ টি আমলকি ক্রয় করলো
অর্থাৎ,
৩০ টি আমলকি ক্রয় করলো ৮ টাকায়
∴ ১ টি আমলকীর ক্রয়মূল্য ৮/৩০ টাকা
১ টাকায় ৪ টি আমলকি বিক্রয় করলে, ১ টি আমলকির বিক্রয়মূল্য ১/৪ টাকা
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১/৪ - ৮/৩০
= (১৫ - ১৬)/৬০ = -১/৬০ টাকা
অর্থাৎ, ক্ষতি হয় ১/৬০ টাকা
∴ শতকরা ক্ষতির হার = (১×৩০×১০০)/(৬০×৮)% = ৬.২৫%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions