একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ২১ বেশি, সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি, সংখ্যাটি হল x
সংখ্যাটির অর্ধেক = x/2
সংখ্যাটির এক-তৃতীয়াংশ = x/3
প্রশ্নমতে,
x/2 = x/3 + 21
বা, x/2 - x/3 = 21
বা, (3x - 2x)/6 = 21
বা, x/6 = 21
বা, x = 126