কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত ছয় টাকা করে চাঁদা দেয়ায় মোট ৩৪৫৬ টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত?
Solution
Correct Answer: Option A
ধরা যাক, লোকসংখ্যা হল x জন।
প্রশ্ন অনুযায়ী, যতজন লোক ছিল প্রত্যেকে তত ছয় টাকা করে চাঁদা দিয়েছে। এর মানে হল, প্রত্যেক ব্যক্তি 6x টাকা করে চাঁদা দিয়েছে।
মোট আদায়কৃত চাঁদার পরিমাণ,
x × 6x = 3456
বা, 6x2 = 3456
বা, x2 = 3456/6
বা, x2 = 576
বা, x = √576
বা, x = 24
সুতরাং, লোকসংখ্যা হল 24 জন।