প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হলে উক্ত প্রকৃতির আদিস্বরে ঘটা পরিবর্তনকে কি বলে?
Solution
Correct Answer: Option D
- বাংলা ব্যাকরণে, প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বরের যে পরিবর্তন ঘটে, তাকে গুণ ও বৃদ্ধি বলে।
- কৃৎ প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রকৃতির বা ধাতুর আদিস্বরের এই পরিবর্তন নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়ে থাকে।
গুণ ও বৃদ্ধি কী?
গুণ: ই, ঈ-কারের স্থলে এ-কার এবং উ, ঊ-কারের স্থলে ও-কার হলে তাকে গুণ বলে।
উদাহরণ:
- √চিন্ + আ = চেনা (এখানে 'ই'-কার পরিবর্তিত হয়ে 'এ'-কার হয়েছে)
- √নী + আ = নেওয়া (এখানে 'ঈ'-কার পরিবর্তিত হয়ে 'এ'-কার হয়েছে)
= √ধু + আ = ধোয়া (এখানে 'উ'-কার পরিবর্তিত হয়ে 'ও'-কার হয়েছে)
বৃদ্ধি: অ-কারের স্থলে আ-কার, ই-কার ও ঈ-কারের স্থলে ঐ-কার এবং উ, ঊ-কারের স্থলে ঔ-কার হলে তাকে বৃদ্ধি বলে।
উদাহরণ:
- √পচ্ + অক = পাচক (এখানে 'অ'-কার পরিবর্তিত হয়ে 'আ'-কার হয়েছে)
- √শিশু + অ = শৈশব (এখানে 'ই'-কার পরিবর্তিত হয়ে 'ঐ'-কার হয়েছে)
- √যুবন্ + অ = যৌবন (এখানে 'উ'-কার পরিবর্তিত হয়ে 'ঔ'-কার হয়েছে)
সুতরাং, সঠিক উত্তর হলো গুণ।