ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
A ১৪৯২ সালে
B ১৫১০ সালে
C ১৪৮৮ সালে
D ১৪৮৭ সালে
Solution
Correct Answer: Option D
জলপথ আবিস্কারের প্রেক্ষাপট:
- ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের জলপথের আবিস্কারক বার্থোলোমিউ দিয়াজ।
- ১৪৮৬ সালে পর্তুগিজ রাজা দ্বিতীয় জন নাবিক বার্থোলোমিউ দিয়াজকে আফ্রিকার দক্ষিণ অংশ জয় করার জন্য নিয়োগ দেন।
- ১৪৮৭ সালে উত্তমাশা অন্তরীপ দিয়ে ভারতবর্ষে আগমনের পথ আবিস্কার করেন। এর আগে তিনি কেপভার্দে ও উত্তমাশা অন্তরীপ জয় করেন।