চণ্ডীদাসের রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কোন ধর্মীয় দিক তুলে ধরে?
Solution
Correct Answer: Option C
- চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।
- তিনি ভক্তিরসের কবিতা রচনা করেছেন, যা বৈষ্ণব ধর্মের বিভিন্ন দিক তুলে ধরেছে। তাঁর রচিত "শ্রীকৃষ্ণকীর্তন" উল্লেখযোগ্য।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'