Solution
Correct Answer: Option B
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন '. ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন ,জনতার সম্মিলন ,ছাত্র /ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ,তাদের প্রেম -প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয় .
- ১৯৭১ সালের বাংলাদেশ্র মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন রচনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড ' ।
- হাসান আজিজুল হক রচিত উপন্যাস 'জীবন ঘষে আগুন '.
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'। উল্লেখ্য ,জসীমউদ্দীনের 'কবর 'নামে একটি কবিতা রয়েছে।