ফকরুল সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, আগামী ৬ বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১২% হলে ৬ বছর পর তিনি মুনাফা-আসলে কত টাকা পাবেন?
A ৮৬০০ টাকা
B ৯০০০ টাকা
C ৭৮০০ টাকা
D ১০০০০ টাকা
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
I = Prn,
অর্থাৎ, মুনাফা = আসল × মুনাফার হার × সময়
∴ মুনাফা = {৫০০০×(১২/১০০)×৬} টাকা = ৩৬০০ টাকা।
∴ মুনাফা-আসল = আসল + মুনাফা = (৫০০০+৩৬০০) টাকা = ৮৬০০ টাকা।