a - b = 3 and a + b = 29 find the value of ab ? 

A 10 

B 12 

C 15 

D 18 

Solution

Correct Answer: Option A

সূত্র ছাড়াই এভাবে ভাবুন দুটি সংখ্যা বিয়োগ করে ২ হবে এবং তাদের বর্গের সমষ্টি ২৯ হবে । এখন ২৯ এর নিচে বর্গ সংখ্যার মধ্যে ৫ এর বর্গ ২৫ এবং ২ এর বর্গ ৪ যোগ করলে ২৯ হয় এবং বিয়োগ করলে ৫ - ২ = ৩ হয় । সুতরাং এদের গুনফল ab -এর মান ৫\( \times \)২ = ১০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions