\(a2 + \frac{1}{{a2}} = 51\) হয়, তবে \(a - \frac{1}{a}\) এর মান কত ? 

A \( \pm 5\) 

B \( \pm 6\) 

C \( \pm 7\) 

D \( \pm 10\) 

Solution

Correct Answer: Option C

এখানে (-) এর মান বের করতে বলা হয়েছে তাই (+) এর সূত্র প্রয়োগ করতে হবে । 

যার মান দেয়া থাকবে এবং যার মান বের করতে হবে এ দুটো বিষয় ভালোভাবে দেখতে হবে । যদি + এর মান দেয়া থাকে এবং -এর মান বের করতে বলা হয়, তাহলে প্রথম +অথবা - এর সূত্র প্রয়োগ করার পর সমীকরণের ডানপক্ষের মানটি থেকে 2 যোগ অথবা বিয়োগ করে তার বর্গ্মূল বের করতে হবে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions