পাল বংশের কোন রাজার সময় 'অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা' রচিত হয়?
Solution
Correct Answer: Option B
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (প্রায় ৭৭৫–৮১২ খ্রিস্টাব্দ) ছিলেন এক বিশিষ্ট বৌদ্ধসম্রাট, যিনি বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিশেষ পৃষ্ঠপোষকতা করেছিলেন।
- ঐতিহাসিক সূত্র ও গবেষণার ভিত্তিতে জানা যায়, পাল যুগে বিশেষ করে ধর্মপালের রাজত্বকালে ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ (Perfection of Wisdom in 8000 Lines) নামক মহাযান বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রচার ও শৈল্পিক পাণ্ডুলিপি প্রস্তুতি অত্যন্ত সমৃদ্ধ হয়েছিল।
- এই ধর্মগ্রন্থটির রচনার প্রাচীন সূত্র পূর্ববর্তী হলেও, পাল যুগে বিশেষত ধর্মপালের আমলে এই পাঠের প্রচলন ও চিত্রাঙ্কিত পাণ্ডুলিপি নির্মাণ সবচেয়ে বেশি উৎসাহিত হয়।