\(x + \frac{1}{x} = 4\) হলে \(\frac{x}{{x2 - 3x + 1}}\) এর মান কত ?
Correct Answer: Option A
এখানে দ্বিতীয় অংশটিতে এমন একটি রাশির মান বের করতে বলা হয়েছে যার মধ্যে সুত্রের প্রয়োগ করে প্রদও মানটি বসানো কঠিন । তাই এধরনের অংকের ক্ষেত্রে প্রদও মানটি থেকেই অংকটি করা শুরু করতে হবে । এবং যার মান বের করতে বলা হয়েছে তার কথা মাথায় রাখতে হবে ।
এখানে দেয়া আছে, \(x + \frac{1}{x} = 4\) \(\frac{{x2 + 1}}{x} = 4\) x+1 = 4x
\(\frac{x}{{x2 - 3x + 1}} = \frac{x}{{x2 + 1 - 3x}}\)
\( = \frac{x}{{4x - 3x}}\) (x+1 = 4x ) = \(\frac{x}{x}\) = 1
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions