দুটি সংখ্যার অনুপাত ৩:৪ তাদের ল.সা.গু. ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
A ৫৫
B ৫৬
C ৬০
D ৬৩
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option D
মনে করি,
সংখ্যা দুটি ৩x ও ৪x
তাদের ল. সা. গু. = ১২x
প্রশ্নমতে,
১২x = ১০৮
=> x = ১০৮/১২ = ৯
সংখ্যা দুটির যোগফল = ৩x + ৪x
= ৭x
= ৭×৯
= ৬৩