একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে,সাত ঘাটে পানি পান করে,নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত?
Solution
Correct Answer: Option B
এখানে যদি সংখ্যাগুলোর লসাগু নির্নয় করি তাহলে উত্তর পাওয়া যাবে।
৩,৭,৯,১২ এর লসাগু ২৫২
[তিন পথে গমন করে,সাত ঘাটে পানি পান করে,নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায় এখান থেকে ৩,৭,৯,১২ নেওয়া হয়েছে ]