পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
A ৮ মিনিট
B ১০ মিনিট
C ১২ মিনিট
D ১৪ মিনিট
Solution
Correct Answer: Option D
৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু'ই নহবে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজার সময়।
৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু = ৮৪০ সেকেন্ড
= ৮৪০/৬০ মিনিট [যেহেতু ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ১৪ মিনিট