তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা ,৩ ঘণ্টা ,৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে । ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ?

A ১২ বার

B ৬ বার

C ৪ বার

D ৩ বার

Solution

Correct Answer: Option D

২,৩ এবং ৪ এর ল . সা .গু ১২
সুতরাং ঘণ্টাটি ১২ ঘণ্টা পরপর একত্রে বাজবে
অতএব , ১ দিনে মোট ={(২৪÷১২)+১}
                                  =৩ বার বাজবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions