জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ কোন উপাধি ত্যাগ করেন?
A ডক্টরেট
B স্যার বা নাইট
C কবিগুরু
D ভারতরত্ন
Solution
Correct Answer: Option B
- নাইটহুড উপাধি যুক্তরাজ্যের রাজা-রানির দেওয়া অন্যতম সেরা সম্মাননা।
- এ পর্যন্ত ৩ জন বাঙালি নাইটহুড উপাধি লাভ করেন।
- ১৯১৫ সালে প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি লাভ করেন।
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত ‘নাইট উপাধি’ ত্যাগ করেন।