রাজা রামমোহন রায়ের একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত গ্রন্থের নাম কী?

A ব্রাহ্মসমাজ

B তুহফাত উল মুয়াহিদ্দিন

C প্রার্থনা

D বেদান্ত সার

Solution

Correct Answer: Option B

- রাজা রামমোহন রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ‘তুহফাত উল মুয়াহিদ্দিন’।
- এই গ্রন্থটি ফারসি ভাষায় রচিত এবং মুখবন্ধ অংশটি আরবি ভাষায় লেখা।
- গ্রন্থটিতে মূলত একেশ্বরবাদের সমর্থনে যুক্তি উপস্থাপন করা হয়েছে।
- রামমোহন রায় এই গ্রন্থে ধর্মবিশ্বাসের যুক্তিনির্ভর বিশ্লেষণ তুলে ধরেন এবং হিন্দু ধর্মের প্রচ্ছন্ন একেশ্বরবাদের আধুনিকীকরণে ভূমিকা রাখেন।
- ‘তুহফাত উল মুয়াহিদ্দিন’ ছিল ধর্ম ও সমাজ সংস্কারের সূচনা পর্যায়ের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক দলিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions