তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা বিভাজ্য হবে ।
Solution
Correct Answer: Option A
এখানে, ৫ ও ৭ এর ল.সা.গু = ৩৫
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
এখন. ১০০ কে ৩৫ দ্বারা ভাগ করলে ৩০ অবশিষ্ট থাকে ।
আরো ১০০ + ৫ =১০৫ হবে সংখ্যাটি যাকে ৫ ও ৭ দ্বারা বিভাজ্য করা যাবে।