শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?
A ৬০০ টাকা
B ৭০০ টাকা
C ৮০০ টাকা
D ৫০০ টাকা
Solution
Correct Answer: Option A
[ ঐকিক সময়কে ১ বছর না ধরে ১২ মাস ধরে নিতে হবে ]
১০০ টাকার ১২ মাসের সুদ ১৫ টাকা
১ টাকার ১ মাসের সুদ ১৫/(১০০×১২) টাকা
৮০০০ টাকার ৬ মাসের সুদ (১৫×৮০০০×৬)/(১০০×১২)
= ৬০০ টাকা
[ সূত্র দিয়ে করলে সুদ = (আসল×সুদের হার)/১০০ × (যত মাস চাইবে /১২) ]