A সে স্কুলে যায় এবং পড়াশোনা করে।
B কাজ কর, না হয় বসে পড়।
C যদি তুমি পড়, তবে তুমি ভালো করবে।
D সে জানে যে সে সফল হবে।
Solution
Correct Answer: Option B
- যৌগিক বাক্য হল যে বাক্যে দুই বা ধিক স্বাধীন উপবাক্য সংযোজক অব্যয় (এবং, কিন্তু, অথবা, না হয় ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে।
- "কাজ কর, না হয় বসে পড়" - এটি যৌগিক বাক্য। এখানে "কাজ কর" এবং "বসে পড়" দুটি স্বাধীন বাক্য "না হয়" সংযোজক দ্বারা যুক্ত।