x-3 - 0.001 = 0 হলে, x2 -এর মান-
Correct Answer: Option A
যেহেতু x এর মান বের করতে বলা হয়েছে তাই কে বামপাশে রেখে বাকি অংশটিকে ডানপাশে লিখে সমাধান করতে হবে । যেমনঃ
x-3 - 0.001 = 0
বা, x-3 = 0.001
বা, \(\frac{1}{{x3}} = \frac{1}{{1000}}\)
বা, x3 = 1000
বা, x3 = 103
বা, x = 10
এই 10 ই উওর না, কেননা 10 হল x এর মান । কিন্তু প্রশ্নে x এর মান বের করতে বলা হয়েছে ।
x = 10 হলে x2 =100
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions