Solution
Correct Answer: Option C
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর' গল্প
তাঁর রচিত আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- অনীল বাগচীর একদিন,
- ১৯৭১, নির্বাসন,
- সূর্যের দিন।
- নুরুলদীনের সারাজীবন' কাব্যনাট্য রচয়িতা সৈয়দ শামসুল হক। এ নাটকে কৃষক বিদ্রোহ উপজীব্য হয়ে উঠেছে।
- 'বং থেকে বাংলা' উপন্যাসের রচয়িতা রিজিয়া খান। এই উপন্যাসে আদিকাল থেকে বর্তমান বাংলাদেশের নিত্তিক পরিচয় চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
- পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।