রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন গ্রন্থে মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশিত হয়েছে?
Solution
Correct Answer: Option C
বেগম রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।
অন্যদিকেঃ
- শেষ প্রশ্ন, পল্লী সমাজ ও পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যয় রচিত উপন্যাস।