তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কোনটি?
Solution
Correct Answer: Option A
- তরঙ্গ বেগ (v), কম্পাঙ্ক (f) এবং তরঙ্গ দৈর্ঘ্য (λ) এর মধ্যে সম্পর্ক হলো, v = f × λ
- অর্থাৎ, তরঙ্গের বেগ সমান হয় কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান। এর মানে একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে কতবার কম্পন করে (কম্পাঙ্ক) এবং এক কম্পনের সময় তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করে (তরঙ্গ দৈর্ঘ্য) গুণ করলে তরঙ্গের বেগ পাওয়া যায়।