দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি কত ? 

A ৩০

B ২৫ 

C ৫৫

D ৪০ 

Solution

Correct Answer: Option D

একটি সংখ্যা ক এবং অপর সংখ্যা ৭০-ক
প্রশ্নেমতে,
ক-(৭০-ক)=১০
বা, ক-৭০+ক=১০
বা, ২ক=১০ + ৭০
বা, ক= ৮০÷২
তাহলে, ক= ৪০
সুতরাং একটি সংখ্যা ৪০ এবং অপর সংখ্যা ৭০-৪০=৩০ বড় সংখ্যা ৪০ হবে তো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions