সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে -
A আইন -ই -আকবরী
B বাঙালীর ইতিহাস
C ঐতরেয় আরণ্যক
D রঘুবংশ
Solution
Correct Answer: Option C
-‘ঐতরেয় আরণ্যক’ হলো আদি বৈদিক ধর্মগ্রন্থ।
-এ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস।
-এ গ্রন্থেই সর্বপ্রথম মগধের সাথে ‘বঙ্গ' নামক একটি জনগোষ্ঠীর কথা উল্লিখিত আছে।
-যারা আর্য সভ্যতার সীমার বাইরে বসবাস করত এবং কলিঙ্গের পাশেই ছিল যাদের অবস্থান।