একটি সংখ্যা অপর একটি সংখ্যার \(\frac{2}{3}\) গুণ । সংখ্যা দুইটির সমষ্টি ১০০ হলে বড় সংখ্যাটির মান কত ?  

A ৫৫ 

B ৭০ 

C ৬৫ 

D ৬০ 

Solution

Correct Answer: Option D

শুধু x না ধরে একটি সংখ্যা 2x এবং সংখ্যাটি 3x ধরে করুন । তাহলে 5x = 100 সুতরাং x = 20 ,বড় সংখ্যাটি হবে 3 \( \times \)20 = 60 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions