৫৫০ গ্রাম একটি কেক -এ চিনির দ্বিগুণ ময়দা আছে । কিচমিচের দেরগুণ চিনি আছে । কেকটিতে ময়দার পরিমান কত ? 

A ১০০ 

B ১৫০ 

C ২৫০ 

D ৩০০ 

Solution

Correct Answer: Option D

সাধারণ নিয়মে সমাধান করলে আপনি যতই ফাস্ট হোন না কেন অংকটি লিখে লিখে করতে কয়েক মিনিট লাগবে । তার উপর ভালোভাবে না বুঝলে ভুল হতে পারে । তাই এভাবে করুন । 

৫৫০ গ্রাম কে মোট ৩ ভাগ করতে হবে যেখানে চিনি ময়দা ও কিচমিচ থাকবে । প্রথম অংশে দ্বিগুণ আছে তাই সহজ । কিন্তু ২য় অংশে দেড়গুণ আছে । যেখানে দেড়গুণ,আড়াইগুণ থাকবে সেখানে থেকে ভাবা শুরু করতে হবে । 

কিচমিচের দেড়গুণ চিনি, অর্থাৎ ২গুণ কিচমিচ হলে ৩গুণ চিনি । আবার চিনির দিগুণ ময়দা কত আছে তা বের করতে বলা হয়েছে । তাই দেখি ৫৫০ গ্রাম কে ১১ ভাগ করলে প্রতি ১ ভাগে থাকে ৫০ গ্রাম । যেহেতু ময়দা ৬ ভাগ তাই ময়দা আছে ৬\( \times \) ৫০ = ৩০০ গ্রাম  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions