ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল কত সালে?
A ১৭৬৮ সালে
B ১৭৬৯ সালে
C ১৭৭০ সালে
D ১৭৭২ সালে
Solution
Correct Answer: Option C
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার তথা ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ খ্রিস্টাব্দ) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।