জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ২৬ জুন ১৯৪৫ সালে। - জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। - এজন্য ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। - জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। - জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬ টি- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। - জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩টি। - জাতিসংঘ সদর দপ্তরের-স্থপতি ডব্লিউ হ্যারিসন
তামা তাপ পরিবাহক হিসেবে সবচেয়ে ভালো। কারণ এর বহিঃস্থ খোলকে একটি করে ইলেকট্রন থাকে যা খুব সহজেই বা অল্প প্রণোদনাতেই ঐ পরিবাহীর পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে থাকে।
আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারেনা। কারণ মেঘ তাপরোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ হতে বিকিরণ জনিত তাপ পরিবাহিত হতে পারে না। ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুর জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশির জমেনা।
১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
স্বাধীনতার__ইশতেহার
- ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
- পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
- পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
- ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীনতার__ঘোষণা
- ঘোষণা : ১৯৭১ সাল ২৬ মার্চের প্রথম প্রহরে । ওয়ারলেস্/ ট্রান্সমিটারের মাধ্যমে ।
-মহামুনি বিহার চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত। -ধারণা করা হয়, ১৮৩১ সালে পুন্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর গ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদে তিনটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে।
Die by -আঘাতে বা দুর্ঘটনায় মারা যাওয়া Die of -রোগে মারা যাওয়া Die for -মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য মারা যাওয়া Die away -আস্তে আস্তে ক্ষীণ হওয়া Die out -অবলুপ্ত হওয়া Die from -অতিরিক্ত খেয়ে /কাজে মারা গেলে
মনে করি , মিশ্রণে এক ধরণের চা =x গ্রাম মিশ্রণে অন্যধরণের চা =(১০০-x) গ্রাম এখানে ,x গ্রামের ক্ষেত্রে , ১০০ গ্রাম চা এর মূল্য =১৫ টাকা অতএব ,x গ্রাম চা এর মূল্য (১৫×x) /১০০ টাকা আবার , (১০০-x) এর ক্ষেত্রে ১০০ গ্রাম চা এর মূল্য =২০ টাকা অতএব ,(১০০-x ) গ্রাম চা এর মূল্য ২০(১০০-x) /১০০ টাকা প্রশ্নমতে ,১৫x/১০০+২০(১০০-x) /১০০=১৬.৫ বা(১৫x+২০০০-২০x)/১০০=১৬.৫ বা,৫x =৩৫০ অতএব, x =৭০, অতএব,১০০-x =(১০০-৭০)=৩০ অতেব,মিশ্রণে চা এর অনুপাত =x/(১০০-x)=৭০/৩০=৭/৩=৭ঃ৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ১১ জানুয়ারি ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। - ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন ডঃ কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন । - ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। - ৪ নভেম্বর তাই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। - ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
মহেশখালী কক্সবাজার জেলায় অবস্থিত। আয়তন ৩৬২১৮ বর্গ কি.মি.। মহেশখালী দ্বীপে, পাহাড়ের উপর আদিনাথ মন্দির অবস্থিত। ছেড়া দ্বীপ টেকনাফ, কক্সবাজারে অবস্থিত। নিঝুম দ্বীপ হাতিয়া, নোয়াখালীতে অবস্থিত।
- Credit this amount against his name বাক্যটিতে amount এর পর ‘to’ বসাতে হবে। উল্লেখ্য, ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ‘Credit’ এর সাথে with অথবা to বসে। - Every girls is at her desk বাক্যটিতে Every girls এর পরিবর্তে ‘Every girl’ বসাতে হবে। - A little number of boys were present বাক্যটিতে ‘boys’ গণনার ক্ষেত্রে number এর আগে ‘countable noun’ (A few বা few) ব্যবহার করতে হবে। - We made a fun of it বাক্যটিতে ‘Make fun’ থাকায় এই অপশনটিতে কোনো ধরনের ভুল নেই। কারণ ‘fun’ বা আনন্দ করার ক্ষেত্রে ‘make fun’ ব্যবহৃত হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।