|
|
পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে বলে তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন: - তেলেভাজা = তেল দিয়ে ভাজা; - শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ; - মধুমাখা = মধু দিয়ে মাখা।
|
|
| |
|
|
|
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ২৬ জুন ১৯৪৫ সালে। - জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। - এজন্য ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। - জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। - জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬ টি- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। - জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩টি। - জাতিসংঘ সদর দপ্তরের-স্থপতি ডব্লিউ হ্যারিসন
|
|
| |
|
|
|
বাংলা একাডেমির নতুন বানানের নিয়ম অনুসারেঃ(অশুদ্ধ - শুদ্ধ) সরকারী - সরকারি
সহকারি - সহকারী
দর্জি - দরজি
রজনী - রজনি
শুন্য বা শূণ্য - শূন্য
আয়ত্ত্ব - আয়ত্ত
ভিডিও - ভিডিয়ো
ফার্সি - ফারসি
|
|
| |
|
|
|
তামা তাপ পরিবাহক হিসেবে সবচেয়ে ভালো। কারণ এর বহিঃস্থ খোলকে একটি করে ইলেকট্রন থাকে যা খুব সহজেই বা অল্প প্রণোদনাতেই ঐ পরিবাহীর পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে থাকে।
|
|
| |
|
|
|
আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারেনা। কারণ মেঘ তাপরোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ হতে বিকিরণ জনিত তাপ পরিবাহিত হতে পারে না। ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুর জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশির জমেনা।
|
|
| |
|
|
|
(i) সিসমোগ্রাফ → ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সিসমোমিটার সিসমোগ্রাফের একটি সেন্সর যেখানে সংকেত নিয়ন্ত্রণ হয়।
(ii) ব্যারোমিটার → বায়ুর চাপ মাপার যন্ত্র।
(iii) ল্যাকটোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
(iv) থার্মোমিটার → তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।
|
|
| |
|
|
|
‘To see red’– অতিশয় রাগান্বিত, ক্রুদ্ধ হওয়া। ‘To be very angry’– ক্রুদ্ধ হওয়া।
|
|
| |
|
|
|
‘To meet trouble half-way’– আশ্চর্য হওয়া, হতবুদ্ধি হওয়া।
‘to be puzzled’– হতবুদ্ধি হওয়া, বিস্মিত হওয়া।
To get nervous – ভীত হওয়া।
|
|
| |
|
|
|
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের দ্বিগুণ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
শুদ্ধ বানান- বিভীষিকা গুরুত্তপুর্ণ কিছু বানানঃ - বিদ্বজ্জন, - স্বায়ত্তশাসন, - স্বাতন্ত্র্য, - বর্ত্ম, - স্বাচ্ছন্দ্য, - সাত্ত্বিক।
|
|
| |
|
|
|
• বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানান।
• বাম দিকে এতদিনের প্রচলিত শব্দ এবং ডান দিকে আধুনিক বাংলা বানান।
গরু = গোরু
ভিডিও =ভিডিয়ো
রাণী =রানি
ঠেলা =ঠ্যালা
পটল =পটোল
ঘুষ =ঘুস
সাথী =সাথি
ফর্সা =ফরসা
পীর =পির
কৈ =কই
ব্যাঙ =ব্যাং
|
|
| |
|
|
|
বাংলাদেশের সংবিধানে ৬(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে- ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন।’
|
|
| |
|
|
|
১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
স্বাধীনতার__ইশতেহার
- ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
- পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
- পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
- ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীনতার__ঘোষণা
- ঘোষণা : ১৯৭১ সাল ২৬ মার্চের প্রথম প্রহরে । ওয়ারলেস্/ ট্রান্সমিটারের মাধ্যমে ।
- ঘোষণার স্থান:ধানমন্ডির ৩২ নং বাড়ি
- প্রথম পাঠক: এম এ হান্নান,২৬ মার্চ,৭১
- পাঠের স্থান :স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
- ঘোষক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার__ঘোষণা পত্র
- জারি :১০ এপ্রিল ১৯৭১
- জারি করেন: মুজিবনগর সরকার
- ঘোষণাপত্র পাঠ:১৭ এপ্রিল ১৯৭১
- পাঠের স্থান :মেহেরপুর,কুষ্টিয়া
|
|
| |
|
|
|
Illicit– অবৈধ, নিষিদ্ধ;
Fake – নকল, জাল;
Unlawful– বেআইনী, আইনবিরুদ্ধ;
Legal– আইন সম্বন্ধীয়;
Compatible–সুসঙ্গত, সামঞ্জস্যপূর্ণ।
|
|
| |
|
|
|
Benevolent– উপকারী, সদাশয়, হিতকারী;
kind– দয়াশীল, দয়ালু, অনুগ্রাহক;
Donor– দাতা;
Patron– রক্ষক, পৃষ্ঠপোষক;
Generous– উদার, উপকারী, সদাশয়।
|
|
| |
|
|
|
৫০% অতিরিক্তি হিসেবে নির্ধারিত বিক্রয়মূল্য =(১০০+৫০)=১৫০ টাকা ১০% কমিশনে বিক্রয়মূল্য =(১০০-১০)=৯০ টাকা ১০০ টাকায় বিক্রয়মূল্য ৯০ টাকা ১ টাকায় বিক্রয়মূল্য ৯০/১০০ টাকা ১৫০ টাকায় বিক্রয়মূল্য (৯০×১৫০)/১০০ টাকা =১৩৫ টাকা অতএব ,লাভ =(১৩৫-১০০) টাকা =৩৫ টাকা
|
|
| |
|
|
|
‘উনি’ প্রত্যয়যোগে কয়েকটি শব্দ:
- √বাঁধ + উনি = বাঁধুনি;
- √নাচ + উনি = নাচুনি;
- √ছা + উনি = ছাউনি;
- √চির + উনি = চিরুনি;
- √আঁট + উনি= আঁটনি
|
|
| |
|
|
|
কিছু প্রকৃতি প্রত্যয়: - মোড়ক = √মুড় + অক; - মাতাল = √মাত্ + আল; - বাড়তি = √বাড়্ + তি।
|
|
| |
|
|
|
-মহামুনি বিহার চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত। -ধারণা করা হয়, ১৮৩১ সালে পুন্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর গ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদে তিনটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে।
|
|
| |
|
|
|
Die by -আঘাতে বা দুর্ঘটনায় মারা যাওয়া Die of -রোগে মারা যাওয়া Die for -মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য মারা যাওয়া Die away -আস্তে আস্তে ক্ষীণ হওয়া Die out -অবলুপ্ত হওয়া Die from -অতিরিক্ত খেয়ে /কাজে মারা গেলে
|
|
| |
|
|
|
| |
|
|
|
Aspire after– উচ্চাশা পোষণ করা
|
|
| |
|
|
|
মনে করি , মিশ্রণে এক ধরণের চা =x গ্রাম মিশ্রণে অন্যধরণের চা =(১০০-x) গ্রাম এখানে ,x গ্রামের ক্ষেত্রে , ১০০ গ্রাম চা এর মূল্য =১৫ টাকা অতএব ,x গ্রাম চা এর মূল্য (১৫×x) /১০০ টাকা আবার , (১০০-x) এর ক্ষেত্রে ১০০ গ্রাম চা এর মূল্য =২০ টাকা অতএব ,(১০০-x ) গ্রাম চা এর মূল্য ২০(১০০-x) /১০০ টাকা প্রশ্নমতে ,১৫x/১০০+২০(১০০-x) /১০০=১৬.৫ বা(১৫x+২০০০-২০x)/১০০=১৬.৫ বা,৫x =৩৫০ অতএব, x =৭০, অতএব,১০০-x =(১০০-৭০)=৩০ অতেব,মিশ্রণে চা এর অনুপাত =x/(১০০-x)=৭০/৩০=৭/৩=৭ঃ৩
|
|
| |
|
|
|
ক = ২খ এবং খ = ৪গ ∴ ক = ২ × ৪গ = ৮গ ∴ সঠিক উত্তর হবে- ক : খ : গ = ৮গ : ৪গ : গ = ৮ : ৪ : ১।
|
|
| |
|
|
|
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ১১ জানুয়ারি ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। - ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন ডঃ কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন । - ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। - ৪ নভেম্বর তাই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। - ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
|
|
| |
|
|
|
- বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকি হাওর, যার আয়তন ২৪,২৯২ হেক্টর।
- হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্ঝুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্তৃত।
- হাইল বিল মৌলভীবাজার জেলায় অবস্থিত।
- চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। চলন বিল পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় বিস্তৃত।
|
|
| |
|
|
|
মহেশখালী কক্সবাজার জেলায় অবস্থিত। আয়তন ৩৬২১৮ বর্গ কি.মি.। মহেশখালী দ্বীপে, পাহাড়ের উপর আদিনাথ মন্দির অবস্থিত। ছেড়া দ্বীপ টেকনাফ, কক্সবাজারে অবস্থিত। নিঝুম দ্বীপ হাতিয়া, নোয়াখালীতে অবস্থিত।
|
|
| |
|
|
|
Pulse দেখা যায় না; অনুভব করা যায় মাত্র। তাই, I felt his pulse হবে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- Credit this amount against his name বাক্যটিতে amount এর পর ‘to’ বসাতে হবে। উল্লেখ্য, ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ‘Credit’ এর সাথে with অথবা to বসে। - Every girls is at her desk বাক্যটিতে Every girls এর পরিবর্তে ‘Every girl’ বসাতে হবে। - A little number of boys were present বাক্যটিতে ‘boys’ গণনার ক্ষেত্রে number এর আগে ‘countable noun’ (A few বা few) ব্যবহার করতে হবে। - We made a fun of it বাক্যটিতে ‘Make fun’ থাকায় এই অপশনটিতে কোনো ধরনের ভুল নেই। কারণ ‘fun’ বা আনন্দ করার ক্ষেত্রে ‘make fun’ ব্যবহৃত হয়।
|
|
| |
|