|
|
-পৃথিবী নিজ মেরুরেখায় অবিরত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে। -নিজ অক্ষে আবর্তন করতে সময় নেয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। -পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবীর আহ্নিক গতির প্রভাবেই দিবারাত্রি সংঘটিত হয়।
|
|
| |
|
|
|
বায়ু প্রবাহের কারণে সমুদ্রস্রোতের উৎপত্তি হয়। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি করে। এছাড়াও উষ্ণতার তারতম্য, পৃথিবীরে আবর্তন প্রভৃতি কারণেও হয়।
|
|
| |
|
|
|
সেরিকালচার-রেশম পালন বিষয়ক বিদ্যা,
পিসিকালচার-মৎস্য চাষ বিষয়ক বিদ্যা,
এপিকালচার-মৌমাছির পালন বিষয়ক বিদ্যা,
এভিকালচার-পাখিপালন বিষয়ক বিদ্যা
|
|
| |
|
|
|
- হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। - মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। - স্টেথোস্কোপ হল হৃৎপিন্ড ও ফুসফুস এর শব্দ নিরূপন যন্ত্র।
|
|
| |
|
|
|
যেসব রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। যেমন: টাইফয়েড, কলেরা প্রভৃতি।
|
|
| |
|
|
|
-হৃৎপিণ্ড হৃদপেশি ধারা নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো অঙ্গ। এর সংকোচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। -হৃৎপিণ্ডের সংকোচনজনিত চাপকে সিস্টোলিক চাপ এবং -হৃৎপিণ্ডের প্রসারণজনিত চাপকে ডায়োস্টোলিক চাপ বলে।
|
|
| |
|
|
|
যে পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না, প্রচুর সাবান খরচ করার পর ফেনা উৎপন্ন হয় তাকে খর পানি বলে। খর পানিতে ক্যালসিয়াম সালফেট, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম জাতীয় লবণ দ্রবীভূত থাকে। ডিটারজেন্ট হলো লবণ জাতীয় জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ। এটি খর পানিতেও উত্তম ফেনা দেয়।
|
|
| |
|
|
|
বস্তুর পরিবর্তন দুই ধরনের। ১) রাসায়নিক পরিবর্তন ও ২) ভৌত পরিবর্তন। যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্বতা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে বস্তুর রাসায়নিক পরিবর্তন বলে। যেমন: লোহার মরিচা পড়া, দুধ থেকে দই হওয়া, মোমবাতির দহন ইত্যাদি।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। উপরে উঠলে দেহের ভেতরের চাপ বাইরের বায়ুর চাপ অপেক্ষা অধিক হলে দেহের রক্তনালিতে প্রচণ্ড চাপ পড়ে। এ চাপে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে।
|
|
| |
|
|
|
-কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য। -প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি। -২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। -পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
|
|
| |
|
|
|
১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
|
|
| |
|
|
|
-বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সাভার উপজেলার জিরানীতে অবস্থিত। -১৯৭৬ সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে।
|
|
| |
|
|
|
-ব্রহ্মপুত্র নদ তিব্বতে হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। -ব্রহ্মপুত্র নদ চীন. ভারত, নেপালের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারি-নাগেশ্বরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। -ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী যমুনা।
|
|
| |
|
|
|
সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত যা সাতক্ষীরা জেলার অন্তর্গত। সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী পিরোজপুর জেলায় অন্তর্গত। পশুর নদী খুলনা এবং মাতামুহুরী নদী কক্সবাজার জেলার ভেতর দিয়ে প্রবাহিত।
|
|
| |
|
|
|
খানজাহান আলী সেতু খুলনা জেলায় অবস্থিত। সেতুটি উদ্ধোধন করা হয় ২০০৫ সালে। রূপসা নদীর উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৩৬০ মিটার এবং প্রস্থ ১৬.৪৮ মিটার।
|
|
| |
|
|
|
প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন শহিদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। প্রথম শহিদ মিনারের নকশাকার বদরুল আলম। পুলিশ প্রথম শহিদ মিনারটি ভেঙে দেয় ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
|
|
| |
|
|
|
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার সীতাকোট বিহার। বিহারটি দিনাজপুর জেলার নবাবগঞ্জে অবস্থিত। খ্রিস্টীয় ৫ম-৬ষ্ঠ শতকে বিহারটি নির্মিত হয়।
|
|
| |
|
|
|
বাংলাদেশের প্রথম জাদুঘর ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’। জাদুঘরটি রাজশাহী জেলায় অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছে ১৯১০ সালে এপ্রিল মাসে। ‘বরেন্দ্র গবেষণা জাদুঘরটি’ পরিচালনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
রাজা রামমোহন রায়ের চেষ্টায় ও সহযোগিতায় ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা এবং শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করেন। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ গ্রন্হটি রচনা করেন।
|
|
| |
|
|
|
নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় জয় করেন। তিনি বাংলায় ৮ মাস অবস্থান করেন। বাংলার ধন-সম্পদ, আবহাওয়া, প্রকৃতিতে অভিভূত হয়ে তিনি বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’।
|
|
| |
|
|
|
- আনন্দ বিহার বাংলাদেশের একটি প্রাচীন বৌদ্ধ বিহার। - খ্রিস্টীয় ৭ম বা ৮ম শতকে রাজা শ্রী আনন্দদেব বিহারটি নির্মাণ করেন।
|
|
| |
|
|
|
লালবাগ কেল্লা বাংলাদেশের প্রধান মুঘল স্থাপত্য। এটি ঢাকার লালবাগে অবস্থিত। নির্মাণ করার সময় এই দুর্গের নামকরণ করা হয়েছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের নামানুসারে ‘আওরঙ্গবাদ দুর্গ’।
|
|
| |
|
|
|
অনুপাতদ্বয়ের যোগফল = ( ৩ + ১ ) = ৪
সোনার পরিমাণ { ১৬ এর (৩/৪)} = ১২ গ্রাম
তামার পরিমাণ { ১৬ এর (১/৪)} = ৪ গ্রাম
ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে
শর্তমতে, {(x+১২)/৪} = ৪/১
=> x + ১২ = ১৬ => x = ১৬ - ১২ = ৪ গ্রাম
|
|
| |
|
|
|
অনুপাতগুলোর যোগফল ( ২ + ৩ + ৫ ) = ১১
বৃহত্তম অংশ { ১৪৩ এর (৫/১১)} = ৬৫
ক্ষুদ্রতম অংশ { ১৪৩ এর (২/১১) } = ২৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ( ৬৫ - ২৬) = ৩৯ টাকা ।
|
|
| |
|
|
|
1 ÷ (8/9){(5/8) + (3/8)} = 1 ÷ (8/9){(5+3)/8} ={ 1 ÷ (8/9)×(8/8) } = 1 ÷ (8/9) = 1 × (8/9) = (9/8) = 1 (1/8)
|
|
| |
|
|
|
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ভাগ করলে ক্ষেত্রফলের গুণফল পাওয়া যায়
ধরি, রেখাটি a
এখন, a2 ÷ (a/4)2 = a2 ÷ {(a2)/16} = a2 × {16/(a2)} = 16
|
|
| |
|
|
|
x - { x - ( x+1 )}
= x - { x - x - 1 }
= x + 1
|
|
| |
|
|
|
আমরা জানি, (x + y)2 = x2 + 2xy + y2
= x2 + y2 + 2xy
= 8 + (2×7)
= 8 + 14 = 22
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
x2 - y2 + 2y - 1
= x2 - ( y2 - 2y + 1 )
= x2 - ( y - 1 )2
= ( x - y + 1 ) ( x + y - 1 )
|
|
| |
|