|
|
মুন্সী আব্দুর রহীম বীরশ্রেষ্ঠ নয় । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয় । তারা হলেন - ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ , ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ , ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর , ইঞ্জিনরুম আর্টইফিসার রুহুল আমীন , সিপাহী মোহাম্মদ মস্তফা কামাল ,ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ।
|
|
| |
|
|
|
সবচেয়ে বড় ডাটার একক হল টেরাবাইট ( অপশন অনুযায়ী) । টেরাবাইট অপেক্ষা বড় একক পেটাবাইট ।
১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট=১০২৪ টেরাবাইট
|
|
| |
|
|
|
বাতাস একটি মিশ্র পদার্থ । পানি একটি মৌলিক পদার্থ ।লোহা একটি মৌলিক পদার্থ পৃথিবীতে এ পর্যন্ত ১১৮ টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে ।
|
|
| |
|
|
|
৩০ নভেম্বর ২০১৬ জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় নববর্ষ বরণের বর্ণিল উৎসব " মঙ্গল শোভাযাত্রা " । এপ্রিল ২০১৮ পর্যন্ত বাংলাদেশের ৪ টি ঐতিহ্য বাউল সঙ্গীত , জামদানী ,মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটি UNESCO এর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়।
|
|
| |
|
|
|
- ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় (১৬১০) মোগল সুবেদার ছিলেন ইসলাম খাঁন । - মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার সুবেদার ইসলাম খাঁন বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। - তিনি ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন "জাহাঙ্গীরনগর"। - পরবর্তীতে ১৬৬০.১৯৯৫,১৯৪৭ এবং ১৯৭১ সালে ঢাকাকে রাজধানী করা হয়।
|
|
| |
|
|
|
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুইটি । যথা - মিয়ানমার ও ভারত । এ দুটি দেশের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩২ টি ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে শনিবার সকালে এভারেস্ট শৃঙ্গ জয় করার গৌরব অর্জন করেন । তিনি ১৯৮১ সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা ওয়াশায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ।
|
|
| |
|
|
|
- বিশ্বের রাজধানী বলা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে । - এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর । বর্তমান বিশ্বে এটি অন্যতম প্রধান বাণিজ্যিক ,অর্থনৈতিক , সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র । এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।
|
|
| |
|
|
|
-বিশ্বের দুঃস্থ মানবতার সেবার লক্ষ্যে ১৮৬৩ সালে আন্তর্জাতিক রেডক্রস জাতিসংঘের অঙ্গসংস্থা নয় । -জাতিসংঘের মূল অঙ্গসংগঠন হল সাধারণ পরিষদ , নিরাপত্তা পরিষদ ,অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ,অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত এবং সচিবালয় । -জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হল বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা , আন্তর্জাতিক শ্রম সংস্থা , বিশ্ব ব্যাংক ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
১৯৯৬ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের Adult cell ক্লোনিং এর মাধ্যমে জন্ম নেয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি । জন্মের পর ২০০৩ সালে ফুসফুসের জটিলতাজনিত রোগে এটি মারা যায় ।
|
|
| |
|
|
|
বাংলা কী বোর্ডের লে আউট ১৯৬৫ সালে প্রথম মুনীর চৌধূরী তৈরি করেন। এর সূত্র ধরেই ১৯৮৫ সালে শহীদ লিপি নামে প্রথম বাংলা লেখার সফটওয়্যার উদ্ভাবিত হয়।
বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স-এ গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। বিজয় এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে যা ইউনিকোড ভিত্তিক অভ্র কী-বোর্ড আসার পূর্বপর্যন্ত বহুল ব্যবহৃত হয়েছে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল । - এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার । - এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।
|
|
| |
|
|
|
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী । এটি আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে । এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী । এর প্রধান উপনদী কাসালং ,হালদা এবং বোয়ালখালী
|
|
| |
|
|
|
প্রাচীন বাঙলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক । তিনি বাঙলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন । কারো কারো মতে তিনি ৫৯০ হতে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ ।
|
|
| |
|
|
|
- প্রাচীন বাংলার জনপদগুলু হল - বঙ্গ , গৌড় ,পুণ্ড্র ,সমতট , উত্তর , রার, দক্ষিণ রার । - মৌর্য নামে প্রাচীন বাংলার একটি রাজবংশ বিদ্যমান ছিল ।
|
|
| |
|
|
|
সমুদ্রসীমা নির্ধারণ করতে ১৯৮২ সালে জাতিসংঘ সমুদ্র কনভেনশন আইন (আনকজ) প্রণীত হয়। ১৯৯৫ সালে ভারত এই কনভেনশনে স্বাক্ষর করে, মিয়ানমার স্বাক্ষর করে ১৯৯৬ সালে এবং বাংলাদেশ ২০০১ সালে। এই আইন অনুযায়ী একটি দেশ তার বেজলাইন হতে ১২ নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল = ১ দশমিক ৮৫২ কিলোমিটার) রাষ্ট্রীয় সমুদ্রসীমা এবং আরো ১৮৮ নটিক্যাল মাইলসহ মোট ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক সমুদ্রসীমা হিসেবে ঘোষণা করতে পারবে। মহীসোপানের আরো ১৫০ নটিক্যাল মাইল যোগ করে (২০০ মিটার গভীরতা পর্যন্ত মহীসোপান) সম্প্রসারিত অর্থনৈতিক সমুদ্রসীমা সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইলের বেশি হবে না।
|
|
| |
|
|
|
চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় । লোহা ও লোহা জাতীয় পদার্থ ( যেমন - ইস্পাত ) ,নিকেল হল চৌম্বক পদার্থ । অপরদিকে পিতল হল তামা ও জিঙ্কের সঙ্কর ধাতু ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় ।
|
|
| |
|
|
|
বাদুড় চলার সময় শব্দোত্তর তরঙ্গ তৈরি করে যা সম্মুখে অবস্থিত প্রতিফলকে বাধা পেয়ে প্রতিধবনিরুপে ফিরে আসে । এ থেকে বাদুড় বুঝতে পারে কোন পথে অন্ধকারে বিনা বাধায় চলতে পারবে ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
১৪ মার্চ ২০১২ বাংলাদশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় প্রদান করে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) । সমুদ্র বিরোধ নিরসনে ২০১২ সালে মিয়ানমারের দাবি "সমদূরত্ব পদ্ধতি " ও বাংলাদেশের দাবি "ন্যায্যতা পদ্ধতিকে " বিচার বিশ্লেষণ " করে আদালত ন্যায্য পদ্ধতি অনুযায়ী রায় ঘোষণা করেন।
|
|
| |
|
|
|
- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। - কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে, বিপ্রতীপ কোণ বলে। - দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
|
|
| |
|
|
|
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে , অতিভুজ²=লম্ব²+ভুমি² বা, অতিভুজ²=৩²+৪² বা , অতিভুজ =২৫ ∴ অতিভুজ = ৫
|
|
| |
|
|
|
ধরি , সংখাটি x প্রশ্নমতে , x×৪০/১০০+৪৫=x বা ৪x/১০+৪৫=x ৪x+৪৫০=১০x ৬x=৪৫০ ∴ x=৭৫
|
|
| |
|
Q24. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১ , ২৩, ১১
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
4x⁴+1=(2x²)²+1 =(2x²)²+2.2x².1+(1)²-4x² =(2x²+1)²-(2x)² =(2x²+2x+1)(2x²-2x+1)
|
|
| |
|
|
|
২% হার সুদে , ১০০ টাকার ১ বছরের সুদ =২ টাকা ∴১০০ " ৩ " " ৩x২ টাকা = ৬ টাকা আবার ,৩% হার সুদে , ১০০ টাকার ১ বছরের সুদ =৩ টাকা ∴১০০ " ৩ " " ৩x৩ টাকা = ৯ টাকা
∴ পার্থক্য = (৯-৬) টাকা = ৩ টাকা
|
|
| |
|
|
|
ধরি , ক এর বেতন ৭x ∴ খ এর বেতন ৫x ∴ গ এর বেতন ৩ x
প্রশ্নমতে ,৫x -৩x=২২২ ∴২x =২২২ ∴x =১১১ ∴ ক এর বেতন (৭×১১১) টাকা =৭৭৭ টাকা
|
|
| |
|
|
|
ধরি , কলমটির মূল্য x টাকা ∴ বইটির মূল্য (৯৫-x)টাকা প্রশ্নমতে , x+১৫=২ (৯৫-x-১৪) x+১৫=১৬২-২x ৩x=১৪৭ ∴ x=৪৯ ∴ বইটির মূল্য (৯৫-৪৯) টাকা =৪৬ টাকা
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
৫০ গড়ে ১১ ইনিংসে মোট রান (৫০×১১)=৫৫০ প্রথম ১০ ইনিংসে মোট রান (৪৫.৫×১১)=৪৫৫ ∴ ১১ তম ইনিংসে রান করতে হবে (৫৫০-৪৫৫)=৯৫ রান
|
|
| |
|